শূন্যে লাথি মেরে শুরু। এরপর মুখ লুকালেন জার্সিতে। কোমরে হাত দিয়ে ৬ ফিট ৮ ইঞ্চির ব্লেসিং মুজারাবানি ধীর পায়ে হাঁটা শুরু করলেন সৈয়দ তুরাব স্টান্ডের দিকে। হতাশ, না ক্ষুব্ধ এই পেসার যেন মাঠ ছেড়ে বেরিয়ে যেতে চান! উইকেটকিপার নিয়াশো মায়াভোর ক্যাচ মিসে এভাবেই প্রতিক্রিয়া দেখান ব্লেসিং মুজারাবানি। না দেখিয়েও বা কী করবেন! এমন সহজ ক্যাচ কেউ ছাড়ে!
মুজারাবানির লাফিয়ে ওঠা বলটা বাংলাদেশ ওপেনার মাহমুদুল হাসানের গ্লাভস ছুঁয়ে গিয়েছিল উইকেটকিপার মায়াভোর হাতে। গ্লাভস হাতে উইকেটের পেছনে থাকা মায়াভোর হাতই সবচেয়ে বিশ্বস্ত হওয়ার কথা। সেই মায়াভোই ছাড়লেন সহজ এক ক্যাচ। মায়োভো শুধু মাহমুদুলকে ‘জীবন’ই দিলেন না, বাউন্ডারিও উপহার দিলেন। মুজারাবানির রাগ-ক্ষোভ এই কারণেই।