দুই মাসে গুরুত্বপূর্ণ দুটি পদে দায়িত্ব পালন করে অবসরে গেলেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম রব্বানী।

বুধবার তার অবসর মঞ্জুর করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, বয়স ৫৯ বছর পূর্ণ হওয়ায় ৯ অক্টোবর সরকারি চাকরি থেকে গোলাম রব্বানীর অবসর মঞ্জুর করা হয়েছে। ২০২৫ সালের ৯ অক্টোবর পর্যন্ত ১২ মাস তিনি পূর্ণ গড় বেতনে অবসরোত্তর ছুটি পাবেন।

সুপ্রিমকোর্টের সাবেক রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানীকে আড়াই মাস আগে আওয়ামী লীগ সরকার জেলা ও দায়রা জজ করে চট্টগ্রামে পাঠিয়েছিল।গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে যুগ্ম সচিব পদমর্যাদায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে আনা হয়।যুগ্ম সচিব থাকা অবস্থায় গত ৮ সেপ্টেম্বর তাকে সচিব হিসেবে চলতি দায়িত্ব দেওয়া হয়। এরপর ১৮ সেপ্টেম্বর তাকে আইন ও বিচার বিভাগের সচিব করা হয়।

অবসরে যাওয়ার আগে এক মাসেরও কম সময় সচিব হিসেবে দায়িত্ব পালন করেন গোলাম রব্বানী।

এর আগে বিভিন্ন জেলায় বিচারকের দায়িত্ব পালন করা গোলাম রব্বানীকে ২০২২ সালে সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলের দায়িত্ব দেয় বিগত আওয়ামী লীগ সরকার। রাষ্ট্রের পদমর্যাদাক্রম অনুযায়ী এই পদ জ্যেষ্ঠ সচিবের সমপর্যায়ের। এর আগে তাকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার করা হয়েছিল, যেটি সচিব পদমর্যাদার।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews