ক্যান্সারের কাছে পরাজয় মেনে চলে গেলেন কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নেওয়া বেলজিয়ান অভিনেত্রী এমিলি দ্যুকেইন। ফ্রান্সের এক হাসপাতালে তিনি মারা যান, অভিনেত্রীর বয়স হয়েছিল ৪৩ বছর।

২০২৩ সালের অক্টোবের দ্যুকেইন বলেছিলেন, তিনি অ্যাড্রেনোকোর্টিক্যাল কার্সিনোমা নামের অ্যাড্রিনাল গ্রন্থির ক্যান্সারে আক্রান্ত হয়েছেন।

১৯৯৯ সালে ‘রোসেত্তা’ সিনেমার মুক্তির পর তিনি আলোচনায় আসেন। ওই সিনেমায় অভিনয় করে কানে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছিলেন তিনি। দারদেন ভ্রাতৃদ্বয়ের নির্মিত ‘রোসেত্তা’ সিনেমাটিও কানে স্বর্ণপামও জেতে।

এমিলির ক্যারিয়ারের আরও পুরস্কার আসে ফরাসি ভাষার কয়েকটি সিনেমার জন্য। তার ক্যারিয়ারের আলোচিত কিছু কাজের মধ্যে ২০০৯ সালের সিনেমা 'দ্য গার্ল অন দ্য ট্রেন' এবং 'আওয়ার চিলড্রেন' অন্যতম, যা মুক্তি পায় ২০১২ সালে।

কানে পুরস্কারপ্রাপ্তির ২৫তম বার্ষিকী উদযাপনে গত বছর কান উৎসবে হাজির হয়েছিলেন এমিলি। এছাড়া সেখানে তিনি তার ডিজাস্টার সিনেমা ‘সারভাইভারের' প্রচারেও অংশ নেন।

গেলবারের কান উৎসবই ছিল এমিলির প্রকাশ্যে সর্বশেষ উপস্থিতি। এরপর থেকে এমিলি শারীরিকভাবে আরো অসুস্থ হয়ে পড়েন।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews