দুনিয়া দেখা বিশ্বজয়ী আর্জেন্টিনা সবার আগে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে। বিশ্বকাপ বাছাইয়ে এখনো মহাদেশীয় প্রতিটি দলের চারটি করে খেলা বাকি রয়েছে। সেই লড়াইকে সামনে রেখে মেসি ও নতুন চমক নিয়ে দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্জেন্টিনা আসন্ন দুই ম্যাচের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। মেসিকেসহ দলে নিয়ে এসেছে পরিবর্তন ও নতুন চমক।
এর মধ্য দিয়ে দলে ফিরে আসছেন বিশ্ব সেরা লিওনেল মেসি। গত মার্চে ইনজুরির কারণে তাকে ছাড়াই নেমেছিল আর্জেন্টিনা। চলতি মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচ খেলবে লিওনেল স্কালোনির দল।
আগামী ৬ জুন ন্যাশনাল জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। ১১ জুন এই উইন্ডোর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে কলম্বিয়া।
বাংলাদেশ সময় ভোর ৬টার দিকে খেলা মাঠে গড়াবে বুয়েন্স আয়ার্সের মাস মনুমেন্তালে। এই দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে চমক হয়ে থাকছে দেশীয় ক্লাবে খেলা মারিয়ানো ট্রয়লো ও ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনোর। ইনজুরির কারণে বাদ পড়েছেন নিকোলাস ডমিঙ্গোজ, আলেজান্দ্রো গার্নাচো, ভ্যালেন্টিন কাস্তেয়ানোস ও অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টারের মতো তারকারা।
আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাই দল
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।
ডিফেন্ডার: মারিয়ানো ত্রইলো, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নাহুয়েল মলিনা, জুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তালিয়াফিকো, কেভিন লোমোনাকো, ভ্যালেন্টিন বারকো।
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, এনজো বারেনেচিয়া, নিকোলাস পাজ, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, এনজো ফার্নান্দেজ।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।