রিমা আকতার আরও বলেন, পরিবারের সদস্যরা ধারণা করছেন, হয়তো রাতে শৌচাগারে যাওয়ার সময় নাজিম কোনো কারণে আরজুকে শ্বাসরোধে খুন করেন। আরজুর নানা-নানি এগিয়ে আসায় তাঁদের ধারালো অস্ত্র দিয়ে জখম করে পালিয়ে গেছেন। আহত ফরিদার অবস্থা শঙ্কাজনক বলে জানান তিনি।
অভিযুক্ত নাজিম উদ্দিনের বাড়ি সাতকানিয়া উপজেলার খাগরিয়ায়। ঘটনার পর থেকে তিনি পলাতক। ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুজ্জামান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আরজুকে শ্বাসরোধে খুন করা হয়েছে। তাঁর নানা-নানি গলায় রক্তাক্ত জখম নিয়ে চিকিৎসাধীন। অভিযুক্ত নাজিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।