পাশ্চাত্যের নিষেধাজ্ঞা ইরানের তেল রপ্তানি বন্ধ করতে পারবে না বলে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন ইরান সরকারের মুখপাত্র ফাতেমে মোহাজেরানি। তিনি বলেছেন, আন্তর্জাতিক জ্বালানি বাজারে ইরান নিজের অংশিদারিত্ব ধরে রাখতে বদ্ধপরিকর।

শনিবার নিজের ভেরিফায়েড এক্স পেজে তিনি লিখেছেন, ‘ইরানের তেল রপ্তানি বন্ধ করা যাবে না। বৈশ্বিক তেলের বাজারে নিজেদের শেয়ার ধরে রাখার ব্যাপারে আমরা কোনো ছাড় দেব না। বেশ কয়েকজন মন্ত্রীকে নিষেধাজ্ঞা প্রতিহত করার দায়িত্ব দেয়া হয়েছে এবং তেল মন্ত্রণালয় এ কাজে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে।’

ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদের বিরুদ্ধে সম্প্রতি মার্কিন প্রশাসন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তার তীব্র নিন্দা জানান মোহাজেরানি। তিনি বলেন, এর আগের নিষেধাজ্ঞা অকার্যকর করে দিয়ে ইরান যে সফলতার পরিচয় দিয়েছিল তা থেকে সৃষ্ট উষ্মার কারণে তেলমন্ত্রীর বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে প্রথমবার ক্ষমতা গ্রহণ করে ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের ঘোষণা দিয়েছিলেন। তিনি ইরানের তেল রপ্তানিকে শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রত্যয় জানিয়েছিলেন; যদিও তার সে অভিপ্রায় কখনও পূরণ হয়নি।

এবার ২০২৫ সালের জানুয়ারি মাসে আবার ক্ষমতা গ্রহণ করে ইরানের বিরুদ্ধে একই ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ইরান সরকারের মুখপাত্র মোহাজেরানি মূলত মার্কিন প্রেসিডেন্টের ওই ঘোষণার জবাব দিলেন। সূত্র : পার্সটুডে ও প্রেসটিভি।

বিডি-প্রতিদিন/শআ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews