মহান বিজয় দিবস উপলক্ষে পিরোজপুরের স্বরূপকাঠিতে শিশু শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে বসুন্ধরা শুভসংঘ স্বরূপকাঠি উপজেলা শাখা। 

এ উপলক্ষে শনিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগীতায় স্বরূপকাঠি কিন্ডার গার্টেনের শিক্ষার্থীরা অংশ নেয়। অংশগ্রহনকারী শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধে বাঙ্গালীর বিজয় নিয়ে বিভিন্ন চিত্র কাগজে রং তুলির ছোয়ায় ফুটিয়ে তোলে। 

শিক্ষার্থীদের মধ্যে পাঁচ শিক্ষার্থী শাহ আলী সুরাইন, সাফওয়ানা ইসলাম, তাজকিয়া তুবা, আনহা ইসলাম আয়াত ও ফাতিমা রোজা বিজয়ী হয়। 

প্রধান অতিথি হিসেবে নেছারাবাদ ইউএনও মনিরুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে গোয়েন্দা পুলিশের সাবেক এএসপি মো. আকতার হোসেন বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কারের ক্রেষ্ট তুলে দেন। 

পুরস্কার বিতরণের পূর্বে প্রধান অতিথি ইউএনও মনিরুজ্জামান তার বক্তব্যে শিশু শিক্ষার্থীদের নিয়ে এমন একটি আয়োজনের জন্য বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় ভবিষৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে বসুন্ধরা শুভসংঘের এমন একটি আয়োজন সত্যিই প্রশংসনীয়। আমরা আশা করি বসুন্ধরা শুভসংঘ ভবিষ্যতেও এই এলাকায় তাদের এমন সব কার্যক্রম অব্যহত রাখবে।

বিশেষ অতিথি গোয়েন্দা পুলিশের সাবেক এএসপি ও উপজেলা শুভসংঘের সহ সভাপতি মো. আকতার হোসনে বলেন, বসুন্ধরা শুভসংঘ সমাজে নানা ধরনের সহযোগীতা ও সেবামুলক কর্মকাণ্ড করে আসছে বলে আমরা দেখে আসছি। মহান বিজয় দিবস উদযাপনে শিশুদের উৎসাহ বাড়াতে তাদের নিয়ে এমন একটি আয়োজন করায় আমি শুভসংঘকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

স্বাগত বক্তব্যে কালের কণ্ঠ প্রতিনিধি ও উপজেলা শুভসংঘের উপদেষ্টা হযরত আলী হিরু বলেন, “শুভ কাজে সবার পাশে” এই শ্লোগানে বসুন্ধরা শুভসংঘ সারাদেশে মানবিক, সামজিক ও সহযোগীতামূলক কর্মকাণ্ড করে আসছে। মহান মুক্তিযুদ্ধ আমাদের গর্ব আমাদের অহংকার। আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন এবং লালন করি। আমাদের মতো আমাদের ভবিষৎ প্রজন্মের মধ্যে যেন মুক্তিযুদ্ধের চেতনা সৃষ্টি হয় সেই লক্ষে মহান বিজয় দিবসে শিশু শিক্ষার্থীদের নিয়ে আমাদের শুভসংঘের এই আয়োজন। 

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা শুভসংঘের সহ সভাপতি প্রধান শিক্ষক আলমগীর হোসেন, নারী বিষয়ক সম্পাদীকা উম্মে কুলসুম হাসি, সহ নারী বিষয়ক সম্পাদীকা মুনিয়া শরীফ মুনা, সহ আপ্যায়ন বিষয়ক সম্পাদীকা জেনিফার আমান ইভা, সদস্য হাফসা ইসলাম, লিজা ইসলাম ও সাংবাদিক এস আর রাজু।

বিডি প্রতিদিন/আশিক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews