রাজশাহী: ফারাক্কার কারণে রাজশাহীর বরেন্দ্র অঞ্চল কারবালায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।  

শুক্রবার (১৬ মে) বিকেলে রাজশাহী কলেজ মিলনায়তনে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ মন্তব্য করেন।



ফরিদা আখতার বলেন, মাওলানা ভাসানী নব্বই বছর বয়সে ফারাক্কা লং মার্চ করেছেন।







আমরা সেই অধিকার আদায় করব। সেটার জন্য ভারতের সঙ্গে আবারও চুক্তি করছি। যদি আমরা পানির ন্যায্য হিস্যা না পাই, তাহলে দরকার হলে আন্তর্জাতিক মহলেও দাবিটি নিয়ে যাব।

তিনি আরও বলেন, ফারাক্কার কারণে বাংলাদেশের জীবন-জীবিকা, মাছ, জলজ প্রাণী সবকিছুই ধ্বংস হয়েছে। এই দেশের প্রায় ৬ কোটি মানুষ সরাসরি ফারাক্কার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। পানির ন্যায্য হিস্যা না পাওয়ায় এ দেশে কারবালা তৈরি হয়েছে। তাই এটার ন্যায্য বিচার আমরা চাই। অন্তর্বর্তী সরকার হিসেবে আমরা ভারতের ওপর এটির জন্য চাপ সৃষ্টি করব।

ঐতিহাসিক ফারাক্কা লং মার্চের ৪৯ বছর উদযাপন কমিটির আহ্বায়ক লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকীর সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নাকিব, লেখক ও গবেষক বেনজিন খান, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক ফারুক ওয়াসিফ, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহাম্মদ যহর আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতেখারুল আলম মাসউদ।

এসএস/আরবি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews