বাসস্থান, কর্মক্ষেত্র এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ২৩,৮৬৫ জন প্রবাসীকে গ্রেফতার করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে অনলাইন আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহে আটক প্রবাসীদের মধ্যে ১৬ হাজার ৬৪৪ জনকে আবাসিক আইন লঙ্ঘনের অপরাধে গ্রেফতার করা হয়েছে। ৩ হাজার ৮৯৬ জনকে অবৈধ উপায়ে সীমান্ত পাড়ি দেয়ার চেষ্টা এবং ৩ হাজার ৩২৫ জনকে শ্রম-সম্পর্কিত বিধি লঙ্ঘনের অপরাধে গ্রেফতার করেছে পুলিশ।

আরব নিউজ জানিয়েছে, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ১ হাজার ৪৩২ জনকে আটক করা হয়েছে। যাদের ৬৭ শতাংশ ইউথোপিয়, ২৯ শতাংশ ইয়েমেনি এবং ৪ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এদের পাশাপাশি ৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে সৌদি থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময় এবং ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করার অভিযোগে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, রাজ্যে অবৈধ উপায়ে প্রবেশে যে সহায়তা করবে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১ মিলিয়ন রিয়াল জরিমানা দেয়া হবে। এছাড়া তার যানবাহন ও সম্পদও বাজেয়াপ্ত করা হতে পারে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে।

বিডি-প্রতিদিন/শআ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews