অপরাধ গোপন রেখে ম্যাক্সওয়েলকে জরিমানা করল ভারত 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঞ্জাব সুপার কিংসে খেলা অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা ও একটি ডি মেরিটি পয়েন্ট দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

তিনি চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে আইপিএলের আচরণবিধির ২.২ অনুচ্ছেদের প্রথম ধারা ভঙ্গ করেছেন। ম্যাক্সওয়েলও তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করে নিয়েছেন এবং সাজা মেনে নিয়েছেন।  

তবে আইপিএল কর্তৃপক্ষ বা বিসিসিআই পরিষ্কার করে জানায়নি ঠিক কী ধরনের আচরণবিধি ম্যাক্সওয়েল ভঙ্গ করেছেন। বিসিসিআই এক বিবৃতি দিয়ে কেবল জানিয়েছে, চন্ডিগড়ে চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে ম্যাক্সওয়েল আইপিএলের আচরণবিধি ভঙ্গ করায় তাকে জরিমানা করা হয়েছে। 

আচরণবিধির ২.২ ধারায় ফিক্সচার ও ফিটিংস সংক্রান্ত অবমাননা করার কথা উল্লেখ আছে। এই ধারায় স্বাভাবিক ক্রিকেটীয় আচরণবিধির বাইরের বিষয়গুলো অন্তর্ভূক্ত করা হয়েছে। অর্থাৎ ক্রিকেটার, আম্পায়ার বা দর্শকদের প্রতি বাজে আচরণ বা অঙ্গভঙ্গি প্রদর্শন নয় বরং স্টাম্প, বিজ্ঞাপন বোর্ড, বাউন্ডারি লাইন, ড্রেসিংরুমের সামগ্রী ক্ষতিগ্রস্ত করার বিষয়টি অন্তর্ভূক্ত করা হয়েছে। 

ম্যাক্সওয়েল চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে রান পাননি। ২ বল খেলে ১ রান করে আউট হয়ে যান তিনি। যদিও ম্যাচে জিতেছে তার দল। চলতি আইপিএলে ৪ ম্যাচে মাত্র ৩০ রান করেছেন তিনি। ব্যাটিং ব্যর্থতার কারণে মেক্সি ড্রেসিংরুমে ২.২ অনুচ্ছেদের মধ্যে পড়ে এমন কোন ধারা ভঙ্গ করেছেন এমন ধারণা করা হচ্ছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews