ঈদের নামাজের জন্য আরবিতে বা আলাদা কোনো নিয়ত করার দরকার নেই। বাংলায় ঈদের সালাত আদায় করছি এমন নিয়তই যথেষ্ট।

ঈদের নামাজ ২ রাকাত। এর পরে ইমাম সাহেব খুতবা দিবেন।

২ রাকাত নামাজের নিয়ম:

সাধারণ নামাজের সাথে এর পার্থক্য হলো এখানে অতিরিক্ত কিছু তাকবীর আছে।

প্রথমে ইমামের সাথে তাকবীর বলে হাত বাধব। এরপরে সবাই ছানা পড়বেন। ছানা শেষ হলে অতিরিক্ত তাকবীর দিবেন ইমাম সাহেব‌। এ সময় পুরুষরা কান পর্যন্ত হাত তুলে ছেড়ে দিবেন।

অতিরিক্ত তাকবীর কয়টি হবে তা নিয়ে মতভেদ রয়েছে। দুই মতের স্বপক্ষেই বিশুদ্ধ হাদিস রয়েছে। হানাফি মাযহাব অনুযায়ী অতিরিক্ত তাকবীর হবে ৬ টি, অন্যান্য মাযহাব অনুযায়ী ১২ তাকবীর। আমাদের দেশে সাধারণত ৬ তাকবীর বিশিষ্টই পড়া হয়।

অতিরিক্ত তাকবীরের সময় ইমাম সাহেবের সাথে সাথে প্রথম দুটিতে হাত ছেড়ে দিতে হবে এবং শেষের তাকবীর দিয়ে আবার হাত বেধে ফেলতে হবে।

এরপর ইমাম সাহেব সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পড়ে স্বাভাবিক নামাজের নিয়মে রুকু সিজদা করে প্রথম রাকাত শেষ করবেন।

দ্বিতীয় রাকাতে তাকবীর হবে শেষে। ইমাম সাহেব দাঁড়িয়ে সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পড়বেন। এরপর অতিরিক্ত তিনটি তাকবীর দেওয়া হবে। এরপর শেষ চতুর্থ একটি তাকবীর দিয়ে রুকুতে যাবেন। তারপর যথারীতি আত্তাহিয়াতু, দুরূদ, দোয়া মাছুরা পাঠ করে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হবে।

সূত্র: https://youtu.be/wqYiA-P-pVk?si=pKpf01pG_--jKqS0



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews