দীর্ঘ তিন বছরের অপেক্ষার পর কান চলচ্চিত্র উৎসবে হাজির হলেন টম ক্রুজ। ৭৮তম কান উৎসবের দ্বিতীয় দিন(১৪ মে) যখন টম ফটোকলে অংশ নিলেন, মুহূর্মুহূ ক্যামেরার ফ্লাশ জ্বলে উঠলো। এরমধ‍্যে বাংলা ট্রিবিউন-এর ক‍্যামেরা ঠিকঠাক খুঁজে নিয়েছে টমকে! ধরা পড়েছে তার কিছু মুহূর্ত!

সর্বশেষ ‘টপ গান: ম্যাভেরিক’ নিয়ে কান চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছিলেন টম। এবার তিন বছর পর ১৪ মে ‘মিশন: ইম্পসিবল- ফাইনাল রেকনিং’ নিয়ে ফিরে এলেন তিনি।







এদিন সন্ধ্যায় উপস্থিত ছিলেন টম ক্রুজ, তার দীর্ঘদিনের সহযোদ্ধা, পরিচালক ও  চিত্রনাট্যকার ক্রিস্টোফার ম্যাককোয়ারি এবং পুরো টিম। সিনেমার প্রিমিয়ারের আগে তারা ফটোগ্রাফারদের জন্য পোজ দিয়েছেন। প্যালেসের বেশিরভাগ দর্শক ক্রুজকে এক ঝলক দেখার আশায় মুখিয়ে ছিলেন এবং দেখতে পেয়ে উল্লাসে ফেটে পড়েন।

ফটোগ্রাফারদের ক্যামেরার লেন্সে তখন একজনই-টম ক্রুজ! কিছু কিছু মুহূর্ত উঠে এসেছে বাংলাট্রিবিউনের ক্যামেয়ায়!

ম্যাককোয়ারি মঞ্চে একটি সাক্ষাৎকারের জন্য বসেন, কিন্তু ছবিটির জন্য কোনও সংবাদ সম্মেলন হয়নি। অর্থাৎ, ক্রুজ এবং ছবির টিম সাংবাদিকদের কোনও প্রশ্নের মুখোমুখি হয়নি।

টম ক্রুজ/ ছবি: সাজ্জাদ হোসেন





তবে টম এবং নির্মাতা ক্রিস্টোফার ম্যাককোয়ারি মাস্টারক্লাসে অংশ নিয়েছেন।

বলা প্রয়োজন, এটি কিংবদন্তি হলিউড তারকার তৃতীয় কান সফর। প্রথমবার তিনি এসেছিলেন ১৯৯২ সালে, রন হাওয়ার্ডের ছবি ‘ফার অ্যান্ড অ্যাওয়ে’-এর প্রিমিয়ারে। দীর্ঘ বিরতির পর ২০২২ সালে তিনি আবার কানে ফিরেছিলেন ‘টপ গান: ম্যাভরিক’ নিয়ে। সেই সফর ছিলো একেবারে স্মরণীয়—আবেগঘনভাবে তাকে প্রদান করা হয়েছিল গৌরবসূচক পাম দ’র, আর তার মাস্টারক্লাস ছিলো দর্শকদের হৃদয় ছুঁয়ে যাওয়া এক অভিজ্ঞতা।

টম ক্রুজ/ ছবি: সাজ্জাদ হোসেন





জানা গেছে, প্রায় তিন দশকের অ্যাকশন, স্টান্ট আর ষড়যন্ত্রের চূড়ান্ত সমাপ্তি হতে চলেছে এই চলচ্চিত্রের মাধ্যমে। এবারের পর্বে আরও অভিনয় করেছেন হেইলি অ্যাটওয়েল, ভিং রেইমস, সায়মন পেগ, এসাই মোরালেস, পম ক্লেমেন্টিয়েফ, হেনরি জার্নি, মারিয়েলা গ্যারিগা, অ্যাঞ্জেলা ব্যাসেট প্রমুখ।

‘মিশন: ইম্পসিবল- ফাইনাল রেকনিং’ ২১ মে মুক্তি পাচ্ছে ফ্রান্সে আর যুক্তরাষ্ট্রে ২৩ মে।

উল্লেখ্য, ফ্রান্সের কানসৈকতে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে ১৩ মে, শেষ হবে ২৪ মে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews