বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম।

শুক্রবার সিলেটের কোর্ট পয়েন্টে সমাবেশে মিলিত হন নেতারা। এর আগে একটি সমাবেশ মিলিত হন দলটির নেতারা।

এতে বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে রাজনৈতিক দল ও গণমানুষের সিদ্ধান্তকে উপেক্ষা করে অন্তর্বর্তীকালীন সরকার একটি দুঃসাহসিক দেশবিরোধী চক্রান্তে মেতে উঠেছে। জাতি কখনো এমনটা আশা করেনি। মানবাধিকার অফিসের নামে দেশবিরোধী চক্রান্ত খুবই উদ্বেগজনক। মানবাধিকারের নামে দেশবিরোধী দেশের সার্বভৌমত্ববিরোধী একটি অনির্বাচিত সরকার চুক্তি করা দেশের বিরুদ্ধে চক্রান্ত ছাড়া আর কিছুই নয়।

মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মুখলিসুর রহমান রাজাগঞ্জীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুস্তাক আহমদ চৌধুরী ও উত্তর জেলা সাধারণ সম্পাদক এবাদুর রহমান কাসিমীর যৌথ পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের সভাপতি শায়খুল হাদিস মাওলানা মুফতি মুজিবুর রহমান, উত্তর জেলা সভাপতি শায়খুল হাদিস মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক ও সিলেট নির্বাচনী এলাকার প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী, মেট্রোপলিটন সভাপতি মাওলানা খয়রুল হোসেন, মহানগর সহ-সভাপতি মাওলানা সৈয়দ শামীম আহমেদ, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মুজিবুর রহমান কাসেমী, মাওলানা কারী সিরাজুল ইসলাম, দক্ষিণ জেলা সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম, মাওলানা শিব্বির আহমেদ বিশ্বনাথী, মাওলানা আমিনুদ্দিন, উত্তরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা নুর আহমদ কাসেমী, সহ-সভাপতি মাওলানা আব্দুল হাই ও মুতাওয়াকিল বিল্লাহ জালাল, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সদরুল আমিন, মাওলানা হাফেজ আহমদ সগীর বিন আমকুনী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান, মাওলানা আব্দুল সামাদ, মাওলানা মুফতি জিয়াউর রহমান, মাওলানা নেয়ামত উল্লাহ খাসদবী, মাওলানা কামরুল ইসলাম সিদ্দিকী, মাওলানা মহিবুল্লাহ, রেজাউল হক এলএলবি, মাওলানা হাসান আহমদ, মাওলানা কবির আহমদ, মাওলানা লুৎফুর রহমান, এম বেলাল আহমেদ চৌধুরী, মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা আসাদ আহমদ, সাধারণ সম্পাদক হাফিজ দিলদার আহমদ, দক্ষিণ জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মনসুর আহমদ, উত্তর জেলা সাধারণ সম্পাদক মাসুম আল মাহদী, উত্তর জেলা ছাত্র জমিয়তের সভাপতি হাফিজ জাকির হোসাইন, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন, আবু তালহা তোফায়েল, দক্ষিণ জেলা ছাত্র জমিয়ত সাধারণ মাহমুদুল হাসান নোমান, মহানগর ছাত্র জমিয়ত সভাপতি জামিল আহমদ, সাধারণ সম্পাদক আবু হানিফা সাদি, গিয়াস উদ্দিন প্রমুখ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews