আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব খান ও আলোচিত নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘তাণ্ডব’। সিনেমাটিকে ঘিরে দর্শকের আগ্রহ বাড়ছে, আর ঠিক তার আগেই বৃহস্পতিবার (৫ জুন) রাজধানীর একটি  হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেন পরিচালকসহ সিনেমার সংশ্লিষ্টরা।

সংবাদ সম্মেলনের মূল আকর্ষণ ছিলেন পরিচালক রায়হান রাফী। সিনেমাটি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান, শাকিব খানকে নিয়ে বাংলাদেশে সিনেমার শুটিং করা খুবই চ্যালেঞ্জিং হয়ে পড়ে, কারণ তার ভক্তদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়।

তিনি বলেন, “সিনেমার জন্য আমরা দেশের নানা স্থানে শুটিং করার পরিকল্পনা করি, যেন দেশের প্রাকৃতিক সৌন্দর্য ফুটে ওঠে। রাজশাহীতে শুটিং শুরু করলে দেখি হাজারো মানুষ ভিড় করছেন। পরিস্থিতি এমন দাঁড়ায় যে প্রযোজককে ৮০ জন বডি গার্ড ভাড়া করতে হয় শুধু ভক্তদের সামলানোর জন্য।”

আফসোস করে এ নির্মাতা বলেন, অন্যান্য দেশে ফিল্ম সিটি রয়েছে। স্টাররা রাস্তা-ঘাটে শুটিং করেন না। আমাদের দেশে ছোট এফডিসি ছাড়া আর কিছু নেই। দেশের মধ্যে আউট ডোরে শুটিং করলে শিল্পীদের ব্যবহারের জন্য মেকআপ ভ্যান নেই, ওয়াশরুম পাওয়া যায় না। 

তবে সব চ্যালেঞ্জ সত্ত্বেও শাকিব খানের আন্তরিকতায় মুগ্ধ রাফী। বলেন, “আমি যখন জানালাম, সিনেমার বেশিরভাগ অংশ দেশেই শুট করতে চাই—শাকিব ভাই বললেন, এটা রিস্কি, কিন্তু আমি করবো। উনি সহযোগিতা করেছেন বলেই আমরা এগিয়ে যেতে পেরেছি।”

রাফী আরও জানান, ‘তাণ্ডব’ সিনেমার টিম শুরু থেকেই চেয়েছে এমন একটি চলচ্চিত্র বানাতে, যেখানে থাকবেন শুধুই বাংলাদেশি শিল্পীরা। “আমরা দেশি প্রতিভা দিয়ে আন্তর্জাতিক মানের একটি সিনেমা বানাতে চেয়েছি। আশা করি, দর্শকরা সিনেমাটি উপভোগ করবেন।”



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews