ঘরোয়া ফুটবলে একমাত্র শিরোপা জয়ের সুযোগ ধরে রাখলো ম্যানচেস্টার সিটি। এফএ কাপের কোয়ার্টার ফাইনালে তারা বোর্নমাউথকে হারিয়েছে ২-১ গোলে। সমতাসূচক গোল করা আর্লিং হাল্যান্ডের ইনজুরিতে মলিন হয়ে গেছে সিটির সেমিফাইনালে ওঠার আনন্দ। তার বদলি ওমর মারমৌশের গোলে টানা সপ্তমবার প্রতিযোগিতার সেমিফাইনালে তারা।

বোর্নমাউথ রাইটব্যাক লুইস কুক গায়ের ওপর পড়ে গেলে গোড়ালিতে ব্যথা পান হাল্যান্ড। ৫৬তম মিনিটে পাওয়া এই চোটে প্রাথমিক চিকিৎসা নিয়ে মাঠে ফিরেছিলেন তিনি। কিন্তু কিছুক্ষণ পরই ব্যথায় মাটিতে পড়ে যান এবং তাকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়।

তখন স্কোর ছিল ১-১। হাল্যান্ড প্রথমার্ধে পেনাল্টি মিসের পর সমতা ফেরানো গোল করেন। ২১ মিনিটে এভানিলসনের গোলে এগিয়ে যায় বোর্নমাউথ। হাল্যান্ডের বদলি মারমৌশ মাঠে নামার তিন মিনিট পর সিটিকে ২-১ গোলে এগিয়ে দেন।

প্রিমিয়ার লিগে চারবারের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটির একমাত্র শিরোপা জয়ের সুযোগ এই এফএ কাপে। আগামী ২৬ এপ্রিল সেমিফাইনালে তারা খেলবে নটিংহাম ফরেস্টের বিপক্ষে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews