কখনো মানব দেওয়ালের ওপর দিয়ে শূন্যে ভাসিয়ে গোল করেছেন। কখনো ‘অলিম্পিক’ গোল করে দর্শকদের চমকে দিয়েছেন। তবে গোল করার চেয়ে করানোর কাজটাই যেন বেশি উপভোগ করেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মিডফিল্ডার ভালি ওতাবেক। প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে খেলতে নেমে আজ শেখ জামাল ধানমন্ডি যে ৩-১ গোলে হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে, তাতে বড় অবদান তো উজবেকিস্তানের এই ফুটবলারেরই।
শেখ জামালের হয়ে একটি করে গোল করেছেন সুলাইমান সিল্লাহ, সলোমন কিং ও রেজাউল করিম। তিন গোলেরই যোগানদাতা ওতাবেক। শুধু তাই নয় ম্যাচের ৫৯ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার রাকিব হোসেনকে। বল দখলের লড়াইয়ে মেজাজ হারিয়ে ওতাবেককে অহেতুক বুকে লাথি মারেন রাকিব। সেই শাস্তি পেয়েছে চট্টগ্রাম আবাহনী দশ জনের দল হয়ে পড়ে। সব মিলিয়ে ঘটনাবহুল ম্যাচে পুরোটাই নিজের ওপর আলো কেড়ে রাখেন ওতাবেক।