যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞার পর চীনের জন্য সাশ্রয়ী মূল্যের ব্ল্যাকওয়েল এআই চিপ আনবে মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়া।

এ সংশ্লিষ্ট সূত্র বলেছে, চীনের জন্য নতুন এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপসেট বাজারে আনছে এনভিডিয়া, যা সম্প্রতি তাদের নিষিদ্ধ হওয়া এইচ২০ মডেলের চেয়ে অনেক কম দামের হবে এবং জুন থেকেই ব্যাপকহারে এ চিপের উৎপাদন শুরুর পরিকল্পনা করছে তারা।

দুটি সূত্র অনুসারে, এ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ হবে এনভিডিয়া’র সর্বশেষ প্রজন্মের ব্ল্যাকওয়েল-আর্কিটেকচার এআই প্রসেসরের অংশ এবং এর দাম হবে প্রায় সাড়ে ছয় হাজার থেকে আট হাজার ডলারের মধ্যে, যা এইচ২০ মডেলের ১০ হাজার থেকে ১২ হাজার ডলার দামের চেয়ে অনেক কম।

এ চিপের স্পেসিফিকেশন কম শক্তিশালী ও এটি তৈরির প্রক্রিয়াটি সহজ হওয়ার কারণে এর দাম কম হবে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

সূত্র দুটি আরও বলেছে, এনভিডিয়ার ‘আরটিএক্স প্রো ৬০০০ডি’ নামের সার্ভার গ্রাফিক্স প্রসেসরের ওপর নির্ভর করে তৈরি হবে এই চিপ এবং এতে উন্নত ধরনের ব্যান্ডউইথ মেমোরির বদলে সাধারণ ‘জিডিডিআর৭’ মেমোরি থাকবে।

তারা আরও বলেছে, এই চিপ তৈরিতে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা টিএসএমসি’র উন্নত ‘চিপ-অন-ওয়েফার-অন-সাবস্ট্রেট’ প্যাকেজিং প্রযুক্তি ব্যবহার করবে না তারা।

নতুন চিপটির দাম, স্পেসিফিকেশন ও উৎপাদনের সময় সম্পর্কে এর আগে খবর প্রকাশ হয়নি বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।

এ প্রতিবেদনের জন্য রয়টার্সের সঙ্গে কথা বলা তিনটি সূত্র পরিচয় প্রকাশে রাজি হননি। কারণ, গণমাধ্যমে এ বিষয়ে কথা বলার অনুমতি পাননি তারা।

এনভিডিয়ার একজন মুখপাত্র বলেছেন, কোম্পানিটি এখনও তাদের “সীমিত” বিকল্পগুলো মূল্যায়ন করছে।

তিনি বলেছেন, “আমরা যতক্ষণ না নতুন পণ্যের ডিজাইন চূড়ান্ত করছি ও মার্কিন সরকারের অনুমোদন পাচ্ছি ততক্ষণ পর্যন্ত কার্যত আমরা চীনের পাঁচ হাজার কোটি ডলারের ডেটা সেন্টার বাজার থেকে বাদ পড়ে আছি।”

এদিকে, রয়টার্সের মন্তব্যের অনরোধে কথা বলতে রাজি হয়নি টিএসএমসি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews