খাগড়াছড়ি: ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’-এই স্লোগানে মহালছড়ির উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা।  

রোববার (২৫ মে) সকালে উপজেলা পরিষদের অডিটরিয়ামের সামনে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান।



উদ্বোধনের আগে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।

এরপর আলোচনা সভায় ইউএনও মো. আবু রায়হান বলেন, মানুষ যাতে ঘরে বসেই ভূমি সংক্রান্ত সেবা নিতে পারে এবং ভূমি সংক্রান্ত সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয়ে জনগণকে জানানো ও সে বিষয়ে সচেতনতা তৈরি করাই মূল উদ্দেশ্য।







মেলায় প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভূমি উন্নয়ন কর, খতিয়ান, নামজারি, জমাভাগসহ নানা সেবা তাৎক্ষণিকভাবে দেওয়া হচ্ছে। থাকছে গণশুনানি, শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন এবং বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও থাকছে ভূমি সংক্রান্ত বিভিন্ন বিষয়ের তথ্যভিত্তিক উপস্থাপনা।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন মহালছড়ি থানার পরিদর্শক আওয়াল। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা , কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা খাদ্য কর্মকর্তা, উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, মহালছড়ি প্রেসক্লাব সভাপতি দীপক সেন ও বিভিন্ন মৌজার হেডম্যানরা।  

মহালছড়ি উপজেলা ভূমি অফিসের আয়োজনে এই মেলা চলবে ২৭ মে পর্যন্ত।

পিডি/টিসি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews