ব্রাজিল প্রসঙ্গে এবার ‘হ্যাঁ’, ‘না’ কিছুই বললেন না আনচেলত্তি

কার্লো আনচেলত্তির প্রতি ব্রাজিলের আগ্রহ, তাদের আনুষ্ঠানিক প্রস্তাবের জবাবে এই ইতালিয়ান কোচের একাধিকবার ‘না’ বলা, সবকিছুই অনেক পুরোনো ঘটনা। তবে পরিস্থিতি এবার যেন কিছুটা হলেও বদলে গেছে। তাইতো একই প্রশ্নে এবার আর আগের মতো শক্ত অবস্থানে থাকলেন না তিনি।

চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের দুই লেগেই আর্সেনালের বিপক্ষে ভরাডুবি হওয়ার পর রেয়াল মাদ্রিদে আনচেলত্তিকে ঘিরে সবকিছুই যেন বদলে যেতে শুরু করেছে। চারিদিকে জোর গুঞ্জন, মৌসুম শেষেই হয়তো তার সঙ্গে চুক্তি ছিন্ন করতে পারে ক্লাবটি।

ক্লাব বা কোচ, কারো পক্ষ থেকেই অবশ্য এ বিষয়ে তেমন নিশ্চিত কিছুর আভাস দেওয়া হয়নি। তবে শনিবার সংবাদ সম্মেলনে ব্রাজিল ফুটবল দলের প্রসঙ্গ উঠতেই যেন এড়িয়ে যেতে চাইলেন আনচেলত্তি।

ছোট্ট করে শুধু বললেন, “চলতি মৌসুম শেষে আমরা এই বিষয়ে কথা বলব।”

পূর্বে এই বিষয়ে কথা উঠলে আনচেলত্তি সরাসরি জানিয়ে দিতেন, রেয়ালেই থাকার ইচ্ছা তার। ক্লাবের সঙ্গে তার চুক্তির কথাও বলতেন। সেখানে এবার বড় একটা পার্থক্যই ধরা দিল।

রেয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি আছে ৬৫ বছর বয়সী আনচেলত্তির। তার দুই মেয়াদের কোচিংয়ে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগাসহ অনেক শিরোপা জিতেছে সান্তিয়াগো বের্নাবেউয়ের ক্লাবটি।

আর্সেনালের কাছে হারের পর ক্লারের সঙ্গে সম্পর্ক কেমন, জানালেন আনচেলত্তি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews