সুপারশপে তাক ভরা সাজানো পণ্য। সবাই ঘুরে ঘুরে নিজের প্রয়োজনমতো জিনিস খুঁজে নিচ্ছিলেন। এর মধ্যেই হঠাৎ চিৎকার–চেঁচামেচি। সবাই দেখল, বিশাল আকৃতির একটি গুইসাপ তাক বেয়ে ওপরে ওঠার প্রাণান্ত চেষ্টা করে যাচ্ছে। সেও হয়তো তাক থেকে তার পছন্দের কোনো পণ্য পেতে চাইছিল!
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, থাইল্যান্ডের সুপারশপ সেভেন ইলেভেনের একটি আউটলেটে সম্প্রতি ঘটনাটি ঘটেছে। ওই ঘটনার ধারণকৃত ভিডিও টুইটারে শেয়ার করেছে দেশটির পর্যটন প্রতিষ্ঠান মুন্ডো নোমাডা।
ভিডিওটিতে দেখা যায়, বিশাল আকৃতির সরীসৃপটি সুপারমার্কেটের একটি তাক বেয়ে ওঠার প্রাণান্ত চেষ্টা করছে। এ সময় পণ্যের ওই তাক থেকে সব জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ছিল। এই দৃশ্য দেখে উপস্থিত অনেকেই ভয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করে দেন। কেউ কেউ আবার হাসছিলেনও। তাকের ওপরে উঠতে সরীসৃপটির নানা কসরত দেখেই তাঁরা হাসছিলেন।