“বাংলাদেশ জামায়াতে ইসলামীর দায়িত্বশীলরা যখন যেখানে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছেন, সেখানে সততা ও নিষ্ঠার সাথে কাজ করেছে। যার উৎকৃষ্ট উদাহরণ জামায়াতের দুইজন মন্ত্রী।এ পরিশুদ্ধ লোক তৈরি হয়েছে তাকওয়া অর্জনে চেষ্টারত থাকার মাধ্যমে। আল্লাহর ভয় ব্যতীত কখনও মানুষের জীবনের পরিশুদ্ধতা আসতে পারে না। জামায়াতে ইসলামী মানুষকে পরিশুদ্ধ করতে চায় এবং এ পরিশুদ্ধ মানুষদের নিয়েই একটি কল্যাণকর সমাজ প্রতিষ্ঠা করতে চায়।”কথাগুলো বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

সোমবার (১৭ মার্চ) বিকেলে বরিশাল মহানগর জামায়াতের আয়োজনে জেলা আইনজীবী সমিতির ভবনে সাংবাদিক, পেশাজীবী, বিশিষ্ট ব্যক্তি ও রাজনীতিবিদদের সম্মানে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেছেন, দেশে অনেক সরকার এসেছে এবং গিয়েছে মানুষের কল্যাণ হয়নি, আল্লাহর দেওয়া বিধান সমাজে প্রতিষ্ঠা ব্যতীত সমাজ কলুষতা মুক্ত হতে পারেনা।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় ইফতার মাহফিল বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।  মাহফিলে দেশ-জাতির মঙ্গল এবং জাতীয় নেতাদের মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।

ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজ এবায়দুল হক চান, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান নান্টু, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর গোলাম রব্বানী, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন-অর রশিদ হাওলাদার, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ, বরিশাল ইসলামি ব্যাংক হাসপাতালের সুপার বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ উদ্দিন আহমেদ,  শিক্ষাবিদ প্রফেসর শামসুল হক, বিশিষ্ট আলেমেদ্বীন একিউএম আবদুল হাকিম আল মাদানী প্রমুখ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews