“স্নায়ু বৈচিত্রকে বরণ করি, টেকসই সমাজ করি” এই প্রতিবাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুুনরায় জেলা প্রশাসকের কার্যলয় চত্বরে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অটিজম সচেতনতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল ইসলামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী ও  বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয় এর শিক্ষক শিক্ষার্থীর র‌্যালিতে অংশগ্রহণ করে। 

বিডি প্রতিদিন/এএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews