মানুষ ধ্বংস হোক! কোন্ জিনিস তাকে সত্য প্রত্যাখ্যানে উদ্বুদ্ধ করল?
আল্লাহ তাকে কোন্ বস্তু হতে সৃষ্টি করেছেন?
শুক্রবিন্দু হতে। তিনি তাকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে পরিমিতভাবে গড়ে তুলেছেন।
অতঃপর তিনি (উপায়-উপকরণ ও প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দিয়ে জীবনে চলার জন্য) তার পথ সহজ করে দিয়েছেন।
অতঃপর তার মৃত্যু ঘটান এবং তাকে কবরস্থ করেন।
অতঃপর যখন তিনি চাইবেন তাকে আবার জীবিত করবেন।
না, মোটেই না, আল্লাহ তাকে যে নির্দেশ দিয়ে ছিলেন তা সে এখনও পূর্ণ করেনি।
|| সূরা আবাসা: ১৭,১৮,১৯,২০,২১,২২,২৩ ||
English
Cursed is man; how disbelieving is he.
From what substance did He create him?
From a sperm-drop He created him and destined for him;
Then He eased the way for him;
Then He causes his death and provides a grave for him.
Then when He wills, He will resurrect him.
No! Man has not yet accomplished what He commanded him.
|| Surah Abasa: 17,18,19,20,21,22,23 ||
* আপনি যদি কুরআন এর পাতায় বিজ্ঞাপন দেখেন তাহলে আপনার app ভার্সন-টি পুরোনো, অনুগ্রহ করে নতুন ভার্শনটি ডাউনলোড করে নিন।