রোবট শিল্পের দ্রুত বিকাশের পথে নতুন মাইলফলক স্থাপন করল গুগল। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের জেমিনি ২.০ এআই মডেলের ওপর ভিত্তি করে দুটি বিশেষ এআই মডেল উন্মোচন করেছে, যা রোবটিক্স খাতে যুগান্তকারী পরিবর্তন আনতে পারে। 

নতুন মডেলগুলোর মধ্যে ‘জেমিনি রোবটিক্স’ উন্নত ভিশন-ভাষা-ক্রিয়া মডেল হিসাবে কাজ করবে। এটি রোবটকে শারীরিক কার্যক্রমের মাধ্যমে আউটপুট দিতে সক্ষম করবে। 

অন্যদিকে, ‘জেমিনি রোবটিক্স-ইআর’ মডেল রোবটকে চারপাশের পরিবেশ বুঝতে ও উন্নত যুক্তিনির্ভর কার্যক্রম পরিচালনা করতে সাহায্য করবে। বিশেষ করে কারখানা ও গুদাম ব্যবস্থাপনায় ব্যবহৃত রোবটগুলোর জন্য এ মডেলগুলো অত্যন্ত কার্যকর হবে। গুগল তাদের আলোহা ২ প্ল্যাটফর্মে নতুন এ মডেলগুলোর কার্যকারিতা পরীক্ষা করেছে। এ প্রযুক্তি অ্যাপট্রনিকের অ্যাপোলো রোবটের মতো জটিল ক্ষেত্রে ব্যবহারের উপযোগী।

বিশেষজ্ঞরা মনে করছেন, গুগলের এ নতুন প্রযুক্তি রোবট নির্মাতাদের উন্নয়ন ব্যয় কমিয়ে দ্রুত বাজারে প্রবেশের সুযোগ করে দেবে। গুগলের এ পদক্ষেপ এমন এক সময়ে এলো, যখন রোবটিক্স স্টার্টআপ ফিগার এআই, ওপেনএআই-এর সঙ্গে তাদের অংশীদারত্ব বাতিল করেছে। 

বিশ্লেষকদের মতে, গুগলের এ উদ্ভাবন রোবটিক্স শিল্পে প্রতিযোগিতার নতুন মাত্রা যোগ করবে এবং প্রযুক্তি খাতে এক বিপ্লব সৃষ্টি করবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews