সবার নিজের টিভি

২০০৫ সালের গোড়ার দিকের কথা। যুক্তরাষ্ট্রের নর্দার্ন ক্যালিফোর্নিয়া। দিনের বেশির ভাগ সময় কম্পিউটারের পর্দায় ডুবে থাকেন চ্যাড হার্লি। নতুন একটা কিছু করার জন্য মরিয়া হয়ে উঠেছেন তিনি। কিন্তু কী, সেটাই ভেবে উঠতে পারছেন না। তাঁর সময় অবশ্য এখনো ফুরিয়ে যায়নি। বয়স মোটে ২৮ ছুঁয়েছেন। এর মধ্যেই নতুন একটা ব্যবসা শুরু করেছেন। কিনতে গিয়েছিলেন একটা ল্যাপটপ ব্যাগ। কিন্তু বাজারে যেগুলো ছিল, একটাও মনে ধরেনি। দেখতে মোটেও ভালো না। তাই এক বন্ধুর সঙ্গে মিলে নিজেই বাজারে এনেছেন ল্যাপটপ ব্যাগ।

কিন্তু নতুন বলতে এমন কিছুকে ভাবছেন না চ্যাড। পেশায় তিনি ওয়েব গ্রাফিক ডিজাইনার। জানেন, আসছে দিনে অনলাইনেই চলবে দুনিয়া। কাজেই নতুন কিছুটাও সেখানেই করতে হবে। আর এই ভাবনায় তাঁর সঙ্গে যুক্ত হয়েছেন তাঁর দুই সঙ্গী প্রোগ্রামার—জাভেদ করিম ও স্টিভ চ্যান। দুজনেই তাঁর চেয়ে বয়সে বছরখানেকের ছোট। জীবনের অভিজ্ঞতাতেও তাঁদের চেয়ে অনেক এগিয়ে চ্যাড। এরই মধ্যে বিয়ে করে ফেলেছেন। এক সন্তানের বাবাও হয়ে গেছেন। তার ওপর তাঁর শ্বশুর জিম ক্লার্ক আবার সিলিকন ভ্যালির অত্যন্ত প্রভাবশালী মানুষ। সব মিলিয়ে চ্যাডই তাঁদের অঘোষিত নেতা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews