লিওঁ মিডফিল্ডার নেমানিয়া মাতিচের এমন মন্তব্যের জবাবে ওনানা মনে করিয়ে দিয়েছেন, এফএ কাপ জয়ের কথা।

আন্দ্রে ওনানার একটি মন্তব্য নিয়ে বেজায় চটেছেন নেমানিয়া মাতিচ। পাল্টা আক্রমণ করে ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষককে ইংলিশ ক্লাবটির ইতিহাসের সবচেয়ে বাজে গোলরক্ষকদের একজন বলেছেন অলিম্পিক লিওঁর মিডফিল্ডার।

ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বৃহস্পতিবার মুখোমুখি হবে ইউনাইটেড ও লিওঁ। মাঠের লড়াইয়ে নামার আগে কথার লড়াইয়ে মেতেছেন দুই দলের দুই ফুটবলার।

চলতি সপ্তাহে ফরাসি ক্লাব লিওঁর কথা উল্লেখ করে ওনানা বলেন, ‘আমরা তাদের চেয়ে অনেক ভালো।’ ক্যামেরুনের এই গোলরক্ষকের মন্তব্যটি একদমই পছন্দ হয়নি পাঁচ মৌসুম ইউনাইটেডে কাটানো মাতিচের।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বুধবার সার্বিয়ান এই ফুটবলার বলেন, এমন কথা বলার আগে নিজেকে নিয়ে ভাবা উচিত ওনানার।

“আপনি যদি ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসের সবচেয়ে বাজে গোলরক্ষকদের একজন হন, তাহলে কী নিয়ে কথা বলছেন তা আপনাকে খেয়াল রাখতে হবে।”

“যদি দাভিদ দে হেয়া, পিটার স্মেইকেল কিংবা এডউইন ফন ডার সার এটা বলত, তাহলে আমি নিজেকে প্রশ্ন করতাম। কিন্তু পরিসংখ্যানের দিক থেকে সে যদি ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসের বাজে গোলরক্ষকদের একজন হয়, তাহলে এটা বলার আগে তাকে নিজের সামর্থ্য দেখাতে হবে।”

ওনানা ইউনাইটেড ইতিহাসের সবচেয়ে বাজে গোলরক্ষক কিনা, এনিয়ে বিতর্ক থাকতেই পারে। তবে ২০২৩ সালে ইন্টার মিলান থেকে ইংলিশ ক্লাবটিতে যোগ দেওয়ার পর নিজেকে হারিয়ে খুঁজছেন তিনি। এখন পর্যন্ত দলটির হয়ে ৯৩ ম্যাচ খেলে হজম করেছেন ১৩৭ গোল। তার ক্যারিয়ারে যা দ্বিতীয় সর্বোচ্চ। আয়াক্সের হয়ে ২১৪ ম্যাচে খেয়েছিলেন ১৯২ গোল।

ওনানার বাজে সময়ে ভালো ছন্দে নেই ইউনাইটেডও। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ত্রয়োদশ স্থানে আছে তারা। তাই ইউরোপা লিগের শিরোপা জিততে পারলেই কেবল চ্যাম্পিয়ন্স লিগের পরের আসরের টিকেট পাবে তারা।

মাতিচের সংবাদ সম্মেলনের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে গত বছর ইউনাইটেডের জেতা এফএ কাপের শিরোপায় চুম্বন করার একটি ছবি পোস্ট করে ওনানা লেখেন, “আমি কখনোই অন্য ক্লাবকে অসম্মান করব না। আমরা জানি, আগামীকাল শক্তিশালী এক প্রতিপক্ষের সঙ্গে কঠিন ম্যাচ হবে।”

এরপর ইউনাইটেডের জার্সিতে কোনো শিরোপা না জেতা মাতিচকে খোঁচা দেন তিনি।

“আমি অন্তত বিশ্বের সেরা ক্লাবের হয়ে ট্রফি উঁচিয়ে ধরেছি। কেউ কেউ এই কথা তো বলতেও পারবে না।”



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews