মেজর লিগ সকারে সবচেয়ে দামি ফুটবলার হয়ে লস অ্যাঞ্জেলেসে গেছেন সন হিউং-মিন। নর্থ লন্ডনের ক্লাব টটেনহ্যামে ১০ মৌসুম কাটানো সন যুক্তরাষ্ট্রে যাওয়ার পর জার্সি বিক্রির ধুম পড়েছে। কোরিয়ান তারকা ছাড়িয়ে গেছেন বিশ্বকাপজয়ী ইন্টার মিয়ামি মহাতারকা লিওনেল মেসির জার্সি বিক্রিকেও।
লস অ্যাঞ্জেলেসে সনকে পরিচয় করিয়ে দেয়ার পরপরই হৈচৈ পড়ে যায় মার্কিন সকারে। সমর্থকরা হুমড়ি খেয়ে পড়েন সনের জার্সি কেনার জন্য। জার্সির বিক্রির সংখ্যায় বর্তমানে বিশ্বের সকল অ্যাথলটদের ছাড়িয়ে যাচ্ছে সনের জার্সি।
লস অ্যাঞ্জেলেসের সহসভাপতি ও জিএম জন থরিন্টন বলেছেন, ‘সনের জার্সি এখন সবার চেয়ে বেশি বিক্রি হচ্ছে। সনের এখানে আসার ঘোষণার পর থেকে জার্সি বিক্রির হিসেবে মার্কিন বাস্কেটবল মহাতারকা লেব্রন জেমস, স্টেফেন ক্যারি, এমনকি মেজর লিগ সকার আইকন মেসির চেয়েও বেশি বিক্রি হয়েছে।’
‘ক্লাবের হয়ে সনের নাম লেখানোর দ্বিতীয় সপ্তাহ। যদিও এখন মেজর লিগের সবচেয়ে বেশি জার্সি বিক্রির কথা বলছি না। এখন বলছি এখনকার সময়ে সবধরনের খেলায় যেকোনো অ্যাথলেটের চেয়ে বেশি বিক্রি হয়েছে তার।’
ইতিমধ্যে লস অ্যাঞ্জেলেস স্পোর্টিং ইনস্টিটিউশনের আরেক প্রতিষ্ঠান লস অ্যাঞ্জেলেস ডডজার বেসবল লিগের ম্যাচে ২৭ আগস্ট জমকালো আয়োজনে পরিচয় করিয়ে দেয়া হবে সাউথ কোরিয়ান তারকাকে।
ডডজার স্টেডিয়ামে সেদিন আয়োজন হবে স্যান ডিয়েগো পাদরেস ও সিয়াটেল মেরিনার্সের বেসবল ম্যাচ। ৩৩ বর্ষী সনের পরিচিতিপর্বে লস অ্যাঞ্জেলেস এফসি সমর্থকদের মাঠে উপস্থিত থাকার জন্য বলেছে।