অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যেমন ছাত্র প্রতিনিধিরা আছেন, তেমনি বেশ কিছু মন্ত্রণালয়ে বিভিন্ন পদে ছাত্রদের বা তাঁদের পছন্দের ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছিল। এ রকম দুজন ছিলেন স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেন এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা মুহাম্মদ তুহিন ফারাবী। সম্প্রতি এ দুই কর্মকর্তাকে তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। (সরিয়ে দেওয়া হলো দুই উপদেষ্টার দুই ব্যক্তিগত কর্মকর্তাকে, প্রথম আলো অনলাইন, ২১ এপ্রিল ২০২৫)
মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদবির–বাণিজ্যের অভিযোগ উঠেছে। মোয়াজ্জেম হোসেন বিভিন্ন পর্যায়ে নিয়োগ ও বদলি–বাণিজ্য, টেন্ডার–বাণিজ্য ও ফ্যাসিবাদের দোসর প্রকৌশলীদের পুনর্বাসনের মাধ্যমে শতকোটি টাকা হাতিয়েছেন। প্রায় একই অভিযোগ উঠেছে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও মো. মাহমুদের বিরুদ্ধে। (দুই উপদেষ্টার এপিএস ও পিও’র দুর্নীতি: তদবির বাণিজ্যে আয় শতকোটি টাকা, যুগান্তর, ২৪ এপ্রিল ২০২৫)
ছাত্রনেতা থেকে ‘সরকারি কর্মকর্তা’ বনে যাওয়া যেসব ব্যক্তির বিরুদ্ধে শতকোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে, পদ থেকে তাঁদের সরিয়ে দেওয়াই কি যথেষ্ট? তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিয়ে কি তদন্ত করা হবে না? এ বিষয়ে সংশ্লিষ্ট উপদেষ্টাদের ভূমিকা কি স্পষ্ট হওয়া উচিত নয়?