হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি। আপনি  হোয়াটসঅ্যাপে সারাক্ষণ অসংখ্য চ্যাট করছেন, অডিও ও ভিডিওকলে যুক্ত হচ্ছেন। ঠিক সেভাবেই হোয়াটসঅ্যাপে ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন। 

হোয়াটসঅ্যাপ এবার আনতে চলেছে সেই নতুন চমক। এবার হোয়াটসঅ্য়াপের সঙ্গে লিংক করতে পারবেন ইনস্টাগ্রাম প্রোফাইল। সব বয়সি ব্যবহারকারী রয়েছে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের। কাজের ফাঁকে একমুহূর্ত সময় পেলেই ঢুঁ মারেন হোয়াটসঅ্যাপ, ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে এ ফিচার। তবে তা বিটা ভার্সনে ব্যবহার করা যাচ্ছে। শিগরির হয়তো সবার জন্য এ ফিচারটি আসবে।

আগেই ফেসবুকের সঙ্গে যুক্ত হয়েছিল ইনস্টাগ্রাম। ফলে ব্যবহার সহজ হয়েছিল। এবার হোয়াটসঅ্যাপের সঙ্গে লিংক করা যাবে ইনস্টাগ্রামের লিংক। আপনার প্রোফাইল ছবি ও নামের পাশেই অ্যাড করতে পারবেন ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংক। এবার আর কারও হোয়াটসঅ্যাপ নম্বর জানা থাকলেই নাগালে এসে যাবে ইনস্টাগ্রাম প্রোফাইল। আর এতে নিরাপত্তার কোনো ঘাটতি হবে না।

প্রোফাইল লিংক যুক্ত করা গেলেও আপনি চাইলেই তা নির্দিষ্ট কিছু মানুষই তা দেখতে পাবেন। ঠিক যেমন প্রোফাইল ছবি, এভরিওয়ান, মাই কন্ট্যাক্টস, মাই কন্ট্যাক্টস এক্সেপ্ট অপশন। এ ক্ষেত্রেও তেমনই থাকবে। অর্থাৎ আপনি যাদের দেখাতে চাইবেন, কেবল তারাই দেখতে পারবেন আপনার ইনস্টাগ্রাম আইডির লিংক।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews