দিল্লি ক্যাপিটালসকে বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল পাঞ্জাব কিংস। কিন্তু ঝড়ো ব্যাটিংয়ে সে লক্ষ্যকে মামুলী বানিয়ে দিলেন শেখর ধাওয়ান। সেঞ্চুরি না পেলেও দলের জয়ের পথটা গড়ে দিয়েছেন এ ওপেনারই। তাতে এর ম্যাচ পর ফের জয়ের ধারায় ফিরেছে দিল্লি।

রবিবার মুম্বাইয়ে পাঞ্জাব কিংসকে ৬ উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালস। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করে পাঞ্জাব। জবাবে ১০ বল বাকী থাকতেই লক্ষ্যে পৌঁছায় ভারতের রাজধানীর দলটি। তিন ম্যাচে এটা তাদের দ্বিতীয় জয়। অপর দিকে তিন ম্যাচে দুটি হার দেখল পাঞ্জাব।

রান তাড়ায় এদিন দারুণ সূচনা পায় দিল্লি। অসাধারণ ব্যাটিংয়ে ওপেনিং জুটিতেই ৫৯ রান করেন দুই ওপেনার পৃথ্বী শ ও শেখর ধাওয়ান। এরপর পৃথ্বী বিদায় নিলেও এক প্রান্ত ধরে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন ধাওয়ান। পাশাপাশি আগ্রাসী ব্যাটিংয়ে রানের গতিও সচল রাখেন।

দ্বিতীয় উইকেটে স্টিভ স্মিথের সঙ্গে ৪৮ রানের জুটি গড়েন ধাওয়ান। তাতে সিংহভাগ রান আসে এ ওপেনারের ব্যাট থেকেই। মাত্র ৯ রান করেন স্মিথ। এরপর রিশাভ পান্তের সঙ্গে জুটি বাঁধেন ধাওয়ান। ৪৫ রান আসে তৃতীয় উইকেটে। তাতে পান্তের অবদান মাত্র ১১ রান।

তবে কিছুটা আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় ধাওয়ানকে। সেঞ্চুরি থেকে ৮ রান দূরে থাকতে অজি পেসার জয় রিচার্ডসনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। তবে এর আগেই কাজের কাজটি করে যান। ৪৯ বলে ১৩টি চার ও ২টি ছক্কায় ৯২ রান করেন তিনি। এরপর পান্ত ও ললিত যাদবের সঙ্গে দুটি ছোট ছোট জুটিতে বাকী কাজ শেষ করেন অজি অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত করে পাঞ্জাব। লোকেশ রাহুল ও মায়াঙ্ক আগারওয়ালের ব্যাটে পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে করে ৫৯ রান। শেষ পর্যন্ত ওপেনিং জুটিতেই আসে ১২২ রান। তাতেই বড় স্কোরের ভিত পেয়ে যায় দলটি। এরপর বাকী ব্যাটসম্যানদের ছোট ছোট ইনিংসে ১৯৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্যই ছুঁড়ে দেয় পাঞ্জাব।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রানের ইনিংস খেলেন আগারওয়াল। ৩৬ বলের ইনিংসটি ৭টি চার ও ৪টি ছক্কায় সাজান এ ওপেনার। আরেক ওপেনার রাহুলের ব্যাট থেকে আসে ৬১ রান। যদিও আগারওয়ালের মতো এতোটা ধ্বংসাত্মক ছিলেন না তিনি। ৫১ বলে ৭টি চার ও ২টি ছক্কায় এ রান করেন এ ওপেনার। 

ম্যাচের শেষ দিকে মাত্র ১৩ বল খেলে ২৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন দিল্লির অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান মার্কাস স্টয়নিস।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews